জুতা পরিধানের সুন্নাত পদ্ধতি কি
![]() |
জুতা পরিধানের সুন্নাত পদ্ধতি কি |
জুতা পরিধানের সুন্নাত পদ্ধতি কি |
জুতা খোলার সুন্নাত উপায় কি
জুতো পড়ার সময় ডান পা থেকে শুরু করা এবং খোলার সময় বাম পায়ের দিক থেকে খোলা।
একজন মুসলিম বহুবার দিনে জুতো পরিধান এবং খুলে থাকে, যখন সে নিয়্যাত এবং মানসিকতাসহ সুন্নাহ অনুযায়ী এই কাজটি করবে সে অনেক পুরষ্কার অর্জনে সক্ষম হবে।
বাম পায়ের জুতা আগে খুলবে।
জুতা হাতে নেওয়ার প্রয়োজন হলে বাম হাতে উঠাবে ও বাম হাতে নিবে।
যদি কেউ প্রবেশ করে বসতে চায় তবে সে জুতা খুলে বাম পার্শ্বে রেখে বসবে.
এই সম্পর্কে ভিডিও দেখতে ক্লিক করুন
Post a Comment